সুপ্রিম কোর্টের সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল

প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১

সুপ্রিম কোর্টের সেপ্টেম্বর মাসের অবকাশকালীন ছুটি বাতিল

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের ১০ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত পূর্বনির্ধারিত অবকাশকালীন ‍ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (২৮ আগস্ট) রাতে প্রধান বিচারপতির নির্দেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর এ সংক্রান্ত সার্কুলার জারি করেছেন।

সার্কুলারে বলা হয়েছে, ‘উপযুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, ২৮ আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় উভয় বিভাগের মাননীয় বিচারপতি মহোদয়গণ বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি ভোগ না করে বিচারকার্য পরিচালনা করবেন মর্মে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করেন। এ অবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের ২০২১ খ্রিস্টাব্দের বর্ষপঞ্জির সেপ্টেম্বর মাসের পূর্বনির্ধারিত অবকাশকালীন ছুটি বাতিল করা হলো।’

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

April 2024
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930