হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস বন্ধ করে দিলো পরিবহন শ্রমিকেরা

প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৭, ২০২০

হবিগঞ্জ-সিলেট রুটে বিআরটিসি বাস বন্ধ করে দিলো পরিবহন শ্রমিকেরা

 

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে বিআরটিসি ম্যানেজারকে মারধর করে সিলেট-হবিগঞ্জ ও সিলেট-মৌলভীবাজার রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধ করে দিয়েছে হবিগঞ্জের পরিবহণ শ্রমিকেরা ।

জানাযায় যে, রোব বার ২৭ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার হবিগঞ্জের পরিবহন শ্রমিকরা এসে বিআরটিসি কাউন্টারে তালা লাগিয়ে দেয় এবং বিআরটিসি বাসের হবিগন্জের কাউন্টারের ম্যানেজারের সরকারি গাড়ি ভাংচুর করে।
বিআরটিসি কর্তৃপক্ষের অভিযোগ তাদের কাউন্টার থেকে নগদ প্রায় সাড়ে ১২ হাজার টাকা এবং একটি ল্যাপটপ ছিনিয়ে নেয় পরিবহন শ্রমিকরা।এ ব্যপারে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে আইনি পদক্ষেপ নেয়া হবে জানান বিআরটিসি সিলেটের ম্যানেজার জুলফিকার আলী।হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারের ম্যানেজার অভিযোগ করেন, সকালে ৯ টায় শেরপুর মৌলভীবাজারগামী একটি বাস শেরপুরে অবরোধ করে পরিবহন শ্রমিকরা। এরপর সকাল সাড়ে নয়টায় হুমায়ুন রশীদ চত্বরে বিআরটিসি কাউন্টারে ১০-১৫ জন পরিবহন শ্রমিক এসে অতর্কিতে হামলা চালায়।এসময় তারা কাউন্টারে লুটপাট ও ডিপো ইনচার্জ জুলফিকার আলিকে লাঞ্চিত করেছে।এবং ভেঙে ফেলে তার সরকারি গাড়ীর কাচ।পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় পরিবহন শ্রমিক নেতারা দাবি করেন, তাদের সাথে আলোচনা না করে গাড়ি নামিয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

March 2024
S M T W T F S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31