রায়হান আহমেদ,কালকিনি(মাদারীপুর) প্রতিনিধিঃ
মাদারীপুরের কালকিনিতে মেয়র কাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে কালকিনি কলেজ মাঠে টুর্নামেন্টের উদ্বোধন শেষে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক,মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ।
এসময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ক্রিড়া ক্ষেত্রে আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরেন।
খেলাধুলার প্রতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহের ফলেই বাংলাদেশ আজ বিশ্বের কাছে পরিচিতি লাভ করেছে বলেও জানান এমপি গোলাপ।
এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি তাহমিনা বেগম, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক,কালকিনি পৌর মেয়র এসএম হানিফ,উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহা সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা ও স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় কালকিনি একতা যুব সংঘ ও কলেজ রোড একাদশ অংশগ্রহণ করে। মোট ২৪ টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে। আগামী ১৬ জানুয়ারি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সংবাদটি শেয়ার করুন