৩১শে জানুয়ারি ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই মাঘ ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, জানুয়ারি ১৯, ২০২৩
ঝিনুক তুমি আসো, বারবার ফিরে আসো,
এসেছিলে কোনোকালে—
জলের ঘূর্ণি ঠেলে উজানে আমার পোতাশ্রয়;
পরাজিতের গ্লানি নিয়ে উপকূলেই বাস আমার, প্রত্যাখ্যানের গ্লানিবোধটুকু থাক—
তোমার বুকজোড়া আমার সাহসী পদক্ষেপ;
তোমাকে কাছে পেলে যদি জিতে যাই,
এই ভয়ে পালিয়ে বেড়াই—
অমীমাংসিত যুদ্ধের নির্যাস নিয়ে ভালো আছি বেশ,
এখনো তোমাকে চুম্বনের রেশ রয়ে যায় পাখির পাখায়;
RED TIMES LIMITED
116-117, Concord Emporium,
Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com