ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বিএনপি চায় বাংলাদেশকে পাকিস্তানের রাষ্ট্র করতে:বাহাউদ্দিন নাছিম

redtimes.com,bd
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৪:০২ অপরাহ্ণ
বিএনপি চায় বাংলাদেশকে পাকিস্তানের রাষ্ট্র করতে:বাহাউদ্দিন নাছিম
রাকিব হাসান, মাদারীপুর
 আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিএনপি চায় বাংলাদেশকে পাকিস্তানের মতো রাষ্ট্র বানাতে। তারা চায় আওয়ামীলীগ সরকারকে ব্যর্থ করতে। কিন্তু যে দেশ ত্রিশ লক্ষ মা-বোনের রক্তের বিনিময় অর্জন করেছি স্বাধীনতা, তারা কারো কাছে মাথা নত করতে পারে না। আমরা ঐক্যবদ্ধ হয়ে এ অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তাদের অনির্বাচিত সরকার কখনোই আলোর মুখ দেখতে পারবে না। তারা যে আশায় বুঁক বেঁধেছে, তা পূরণ হবে না।’
শনিবার সন্ধ্যা ৬টার দিকে মাদারীপুরের খোয়াজপুর ইউনিয়নের শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
 বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিএনপি ইউনিয়নে পথযাত্রার মধ্য দিয়ে সুযোগ আলোর সন্ধানের চেষ্টা করছে। তারা ভাবছে, আগের মতো মৃত্যুপুরীতে এদেশে পরিনত করতে। কিন্তু শকুনের দোয়ায় কখনো গরু মরে না। তাদের দোয়ায় এদেশের কিছুই পরিবর্তন হবে না। আবারও এদেশে প্রধানমন্ত্রী হবেন দেশনেত্রী শেখ হাসিনা। তার হাতেই এদেশ নিরাপদ। বিএনপির অপশক্তি কোন কাজে লাগবে না।
বিএনপি সন্ত্রাসী কার্যক্রমসহ নানা দাবিতে সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের শান্তি সমাবেশ আয়োজন করেন ইউনিয়ন আওয়ামী লীগ। এ সময় আরো অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য শাহাবুদ্দিন ফরাজী, মাদারীপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে, পৌর মেয়র ও যুগ্মা সাধারণ সম্পাদক খালিদ হোসেন ইয়াদ,জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইলিয়াস হাওলাদার, জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আবদুল লতিফ হাওলাদার। সভায় সভাপতিত্ব করেন খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসন মাতুব্বর। এ সময় জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031