নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নের দেশীয় অস্ত্রের আঘাতে মামা নিহত

প্রকাশিত: ২:০৬ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৩

নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নের দেশীয় অস্ত্রের আঘাতে মামা নিহত

নান্দাইল ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহের নান্দাইলে বাড়ির সীমানা নিয়ে বিরোধে ভাগ্নের দেশীয় অস্ত্রের আঘাতে মামা মাজিম উদ্দিন (৭০) নামে বৃদ্ধ এক ব্যক্তি নিহত হয়েছেন। নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের উত্তরজাহাঙ্গীরপুর দিঘলাপাড়া গ্রমে এ ঘটনা ঘটে। নিহত মাজিম উদ্দিন ওই গ্রমের মৃত ইসমাইলের ছেলে।

শুক্ররার(২৪ মার্চ) সন্ধার পর মমেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন থাকা মামা মাজিম উদ্দিনের মৃত্যু হয়।এর আগে শুক্ররার বিকেল ৩টার দিকে বাড়ির সীমানা নিয়ে প্রতিপক্ষ ভাগ্নেদের দেশীয় অস্ত্রের আঘাতে গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে  ভর্তি করা হয়।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ এ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রমের মাজিম উদ্দিনের সঙ্গে প্রতিবেশি বংশীয় একই গ্রামের মৃত নাজিম উদ্দিন ওরফে ঢুলির বাপের সন্তান আব্দুল কাদির, আব্দুর রাশিদ ও আল-আমীন গংদের সাথে জমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলে আসছিল। শুক্রবার বিকেলে এরই জের ধরে বাড়ির সীমানা নিয়ে দু’পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে ভাগ্নে আবদুল কাদির, রাশিদ ও আল-আমীন গংরা দেশীয় অস্ত্র দিয়ে মাজিম উদ্দিনের মাথায় আঘাত করে। এতে মাজিম গুরুতর আহত হলে তাকে দ্রæত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধার পর তার মৃত্যু হয়।

বৃদ্ধ মাজিম উদ্দিনের বড় ছেলে সুরজ আলী জানান, দুপুরে দুই ফুফাতো ভাই কাদির ও রাশিদ বিরোধকৃত সীমানা দখলে নেয়। এ সময় বাবা মাজিম উদ্দিন বাধা দিতে গেলে ফুফাতো ভাইয়ের ছেলেরা মিলে দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। দুই ফুফাতো ভাই কাদির ও রাশিদ আমার বাবা মাজিম উদ্দিনকে কুপিয়ে জখম করে। এ হামলায় আহত হয় তার মা ও ভাই সবুজ মিয়া। তিনজনকেই উদ্ধার করে মমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে সন্ধ্যার পর বাবা মাজিম উদ্দিন মারা যান।

এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য কবির হোসেন বলেন, বিষয়টি খুবই দু:খজনক। এরা কোন সমাজ-নামাজ মানে না। বসতবাড়ির দুই শতক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল ভাগিনা আব্দুল কাদির ও আব্দুর রাশিদের সঙ্গে। এ নিয়ে সালিসে ঘটনার মিমাংসা হলেও ভাগ্নের ছেলেরা মানতে নারাজ। এ অবস্থায় আজ শুক্রবার দুপুরের পর দুই পক্ষের মধ্যে ফের বিরোধ বাধে। এতে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে।

নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। বাড়ির সীমানা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে বৃদ্ধ মাজিম উদ্দিন হাসপাতালে মারা যান। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

June 2023
S M T W T F S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930