নীলফামারীর জলঢাকায় ভারত থেকে চোরাই পথে আশা ৭টি ভারতীয় গরু সহ দুইজন ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। রোববার বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের শিপীর ডাঙ্গা নামক স্থান থেকে ভারতীয় হরিয়ানা বলদ গরুসহ হাতেনাতে তাদের অাটক করা হয।
আটককৃতরা হলেন, জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের তালুক গোলনা এলাকার মৃত মজিবর রহমানের ছেলে সাবেক ইউপি সদস্য দেলোয়ার রহমান (৪৬) ও ওই এলাকার মৃত নফর উদ্দীন সরকারের ছেলে শাকিলুর রহমান (৩৮)।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে রোববার রাতে জলঢাকা থানায় একটি মামল হয়েছে। মামলা নং ২০. তারিখ ২৬.০৩.২৩।
এবিষয়ে জলঢাকা থানা অফিসার ইনচার্জ ফিরোজ কবির জানান,অভিযুক্ত আসামীদের আজ সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এবং আটককৃত ভারতীয় গরু গুলো নিলামে বিক্রয়ের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।