রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দেশব্যাপী আওয়ামী লীগের পূর্বষোঘণা অনুযায়ী সোমবার (২২ মে) বিকাল ৪ টায় রাজনগর উপজেলা সদরে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলে অংশগ্রহনকারীরা বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবেই শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে বিএনপি। তাদের রাজপথে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে।জনগণকে সঙ্গে নিয়ে এ দলটিকে প্রতিহত করার হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিলন বখত তাঁর বক্তব্যে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় বিএনপি নেতৃবৃন্দ কর্তৃক হত্যার হুমকির প্রতিবাদ সমাবেশে আজকে শপথ নিতে হবে আগামী দিনের বিএনপি ও জামায়াত যতই ষড়যন্ত্র করুক না কেনো কোনো লাভ হবে না। আমরা উপজেলা আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীরা এর দাঁত ভাঙা জবাব দিবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছে দেশ,সে সময় থেকেই বিভিন্ন ষড়যন্ত্র করছে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করে আবারো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। এজন্য দলীয় নেতাকর্মীদের একযোগে মাঠে থেকে কাজ করার আহবান জানান।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে রাজনগর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও মনসুরনগর ইউনিয়নের চেয়ারম্যান মিলন বখতের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে উপজেলার সবকটি ইউনিয়নের আওয়ামী লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।
উল্লেখ্য, গত ১৯ মে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করছেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
সংবাদটি শেয়ার করুন