মাহমুদুন্নবী, পত্নীতলা ( নওগাঁ ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় তিল কে তাল বানিয়ে বাবার ক্ষমতাকে অপব্যবহার করে মসজিদের মুয়াজ্জিন কে বেধরক পেটানোর অভিযোগ উঠেছে। এবিষয়ে মসজিদের মুয়াজ্জিন মো: মোজাম্মেল হক বাদী হয়ে সাইদুর রহমান কে বিবাদী করে পত্নীতলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বাদী মো: মোজাম্মেল হক ও বিবাদী মো: সায়েজ এর ছেলে মো: সাইদুর রহমান পত্নীতলা উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামের বাসিন্দা ও উভয়ের ফসলের জমি পাশাপাশি। বাদী মোজাম্মেল হক জমি একটু উঁচুতে হওয়াই মাঝে মধ্যে স্বাভাবিক ভাবেই তার জমির পানি বিবাদী মো: সাইদুর রহমানের ফসলের জমি যায়। এ নিয়ে প্রায় সময় বাবাদী মো: সাইদুর রহমান বিভিন্ন ভাষায় গালিগালাজ করে এবং মারধরের হুমকি দেয়। এমনতস্থায় গত ১৮ মে আনুমানিক সন্ধা ৭ টায় বাজকোলা মোড়ে মহসীন এর ধানের আড়ৎ এর সামনে টাকা রাস্তার উপর বিবাদী আমাকে দেখতে পেয়ে অকর্থ্য ভাষায় গালিগালাজ করে এবং বলে শালা তুই আমার জমিতে কেন পানি কেটে দিয়েছিস বলে একটি বাঁশের লাঠি দিয়ে বাদীকে এলোপাতাড়ী ভাবে মারতে শুরু করে। এতে বাদী মো: মোজাম্মেল হকের পা, হাত, বুক পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে ছিলে ফুলে জখম হয়। স্থানীয়রা উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লে´ে ভর্তি করে চিকিৎসা গ্রহণ করেন।
এবিষয়ে স্থানীয়রা বলেন, মো: মোজাম্মেল হক আমাদের গ্রামের মসজিদে দীর্ঘ্যদিন ধরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করছে। তিনি খুব ভালো মনের মানুষ। অপরদিকে মো: সাইদুর রহমানের বাবা কোর্টের একজন মুহরী বলে আমরা জানি। তিনি তার বাবার ক্ষমতাকে অপব্যবহার করে মাঝে মধ্যেই গ্রামে কারো না কারো সাথে ঝামেলা করে থাকেন। মসজিদের মুয়াজ্জিন মোজাম্মেল হক কে মারার সময় বলতে শুনেছি তোকে মারলে কি হবে আমার, কত টাকা লাগবে তোকে মারতে। মোজাম্মেল হক আমাদের মসজিদের একজন মুয়াজ্জিন তাকে আমরা সব সময় সন্মান দিয়ে থাকি। তার সাথে এমন ঘটনায় আমরা গ্রামবাসী খুব লজ্জিত। এমরা এর ন্যায় বিচার চাই।
বাজকোলা মসজিদের ইমাম হাফেজ মাহমুদুল হাসান বলেন, ঘটনাস্থলে আমি প্রথম থেকেই ছিলাম। সাইদুর ভাই আমার মুয়াজ্জিন মোজাম্মেল ভাইকে এভাবে মারতে শুরু করবে এটা আমি বুঝতে পারিনি। যখন বাশের লাঠি দিয়ে মারতে শুরু করে তখন আমি তাদের দুজনের মাঝে গিয়ে দাঁড়াই। আমি সাইদুর ভাইকে আটকানোর চেষ্টা করি কিন্তু তিনি যেভাবে মোজাম্মেল ভাইকে মারছিলেন আমি বাদ্ধ হয়ে সেখান থেকে দূরে আসি।
বিবাদী সাইদুর রহমান কে না পেয়ে তার বাবা মো: সায়েজ এর সাথে কথা হলে তিনি বলেন, রাগের মাথায় আমার ছেলে মোজাম্মেল কে দু একটা মেরেছে। এটি একটি অনাকাঙ্খিত ঘটনা। এটি আমরা স্থানীয়ভাবে বসে মিমাংসা করে নিবো।
এ প্রসঙ্গে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পলা চন্দ্র দেব বলেন, এবিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ হয়েছে। তদন্ত অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সংবাদটি শেয়ার করুন