পীরগঞ্জে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:৪৪ পূর্বাহ্ণ, মে ৩১, ২০২৩

পীরগঞ্জে জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁও পীরগঞ্জে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ কর্মসূচী পালন করেছে উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপি’র সভাপতি ঠাকুরগাঁও- ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজায়াওনুল হক, জিল্লুর রহমান চৌধুরী, পৌর বিএনপির সহসভাপতি আসাদুজ্জামান চৌধুরী মানু, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পৌর যুবদলের সভাপতি হায়দার আলী, সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তৎকালীন আওয়ামীলীগের দুঃশাসন ও বাকশাল থেকে দেশকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন। আজ দেশ গভীর সংকটে নিমজ্জিত, এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে হলে আবারো আওয়ামীলীগের দুঃশাসন থেকে সাধারণ জনগণকে মুক্ত করতে হলে ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে।

লাইভ রেডিও

Calendar

October 2023
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031