রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বঙ্গবন্ধু-বঙ্গমাতা অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল র্টুনামন্ট উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৯ই মে) বিকেল সাড়ে ৩টায় শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় পাঁচ দিনব্যাপী এই জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা মোট ১০টি বালক দল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম খেলায় অংশগ্রহণ করে কালীঘাট ইউনিয়ন ও রাজঘাট ইউনিয়ন। খেলাটি গোল শূন্য শেষ হলে ট্রাইবেকারে কালীঘাট ইউনিয়ন জয় লাভ করে।
দিনের অপর খেলায় কালাপুর ইউনিয়ন ও সিন্দুরখান ইউনিয়ের মধ্যকার খেলাটি ১-১ গোলে শেষ হলে, পরে ট্রাইবেকারে কালাপুর ইউনিয়ন জয়লাভ করে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজ্জাদ হোসেন চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, সহ-সভাপতি ডা.হরিপদ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদার, শ্রীমঙ্গল উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ তাপস, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, সাবেক ফুটবলার পিযুস কান্তি দত্ত, কালাপুর ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মতলিব, কালীঘাট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা, সিন্দুর খাঁন ইউনিয়নের চেয়ারম্যান ইয়াসিন আরাফাত রবিন মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী ও সাতগাঁও ইউনিয়ন চেয়ারম্যান দেবাশীষ দেব রাখু প্রমুখ।
উদ্বোধনী ফুটবল খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন এমাদুর রহমান এমাদ, উজ্জল পাশী, আবুল কাশেম, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম, রুমিম আহমেদ, কাঞ্চন গৌড় ও সুদর্শন দাস।
সংবাদটি শেয়ার করুন