ঢাকা ৯ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই রবিউস সানি ১৪৪৬ হিজরি


বড়লেখায় আইনজীবীকে হত্যার হুমকি

redtimes.com,bd
প্রকাশিত জুন ১২, ২০২৩, ০৫:৫৬ অপরাহ্ণ
বড়লেখায় আইনজীবীকে হত্যার হুমকি

রেডটাইমস নিউজ ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন আইনজীবীকে অশ্লীল গালিগালাজ, প্রাণনাশের হুমকি, ফাইলপত্র তছনছ ও চুরির অভিযোগে দুই ব্যক্তির নামে মামলা করা হয়েছে। মামলায় ৪-৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

রোববার ১১ জুন দুপুরে মামলাটি দায়ের করেছেন এই আদালতের ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান।

আসামিরা হলেন- কুলাউড়া উপজেলার পূর্ব-মনসুর গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে সুন্দর আলী ও বড়লেখা উপজেলার জনৈক সুমন আহমদ।

মামলার শুনানি শেষে আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জিয়াউল হক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারানার আদেশ জারি করেছেন।

এ বিষয়ে জানা যায় , আসামি সুন্দর আলী ২৬ এপ্রিল ৪-৫ জন সন্ত্রাসী নিয়ে আদালত ভবনের সম্মুখে এসে অ্যাডভোকেট জিল্লুর রহমানের নাম ধরে গালিগালাজ ও প্রাণনাশের ঘোষণা দিয়ে তাকে খুঁজতে থাকে। পরে আইনজীবী বারে অনধিকার প্রবেশ করে অ্যাডভোকেট জিল্লুর রহমানকে না পেয়ে বার অফিসে রক্ষিত আলমিরার ফাইলপত্র তছনছ করে। বারের স্টাফদের ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং আরেকজনের গলা চেপে ধরে হত্যার চেষ্টা চালায়। এ ঘটনায় আদালতের আইনজীবী ও আইনজীবী সহকারিদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়।


আদালতের বেঞ্চ সহকারি (ভারপ্রাপ্ত) হুমায়ুন কবির এই সংক্রান্ত মামলা দায়ের ও আসামিদের বিরুদ্ধে আদালতের আদেশ জারির সত্যতা নিশ্চিত করেছেন।

ভুক্তভোগী আইনজীবী অ্যাডভোকেট জিল্লুর রহমান রোববার সন্ধ্যায় জানান, গত ৭ জুন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কার্যকরি কমিটির নেতৃবৃন্দ বড়লেখা আদালতে এসে ঘটনার সত্যতা যাচাই করেন। পরে উক্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। তাদের পরামর্শেই তিনি মামলাটি করেছেন। আদালত মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ জারি করেছেন।

সংবাদটি শেয়ার করুন

October 2024
S M T W T F S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031