মোঃ জাহিদুল আলম,কেন্দুয়া ( নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনা কেন্দুয়া উপজেলার কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে উপজেলা কৃষি অধিদপ্তর।
শুক্রবার(২৩ জুন) বিকেলে কৃষি সন্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২- ২০২৩ অর্থবছরের খরিপ মৌসুমে কৃষি প্রণোদণা কর্মসূচির আওতায় রোপা আমন ধান ( উফশী জাত) আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষকদের সাথে মতবিনিময় সময় প্রধান অতিথি বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কেন্দুয়া আটপাড়া আসনের মাননীয় সংসদ সদস্য অসীম কুমার উকিল।
অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালাল সেতু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আব্দুল কাদির ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা প্রমূখ।
২০ হাজার ৩ শত হেক্টর জমি লক্ষমাত্রা নির্ধারণ করে উপজেলা মোট ১ হাজার প্রান্তিক কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি করে বীজ ধান ও ১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সংবাদটি শেয়ার করুন