শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২২, ২০১৫

শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক রাশেদুল হোসেন আর নেই। (ইন্নানিল্লাহি…… রাজিউন) মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৭২ বছর।

মঙ্গলবার ভোর ৪টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি বেশ কিছুদিন ধরে নানা রকম শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে রাখা হয়েছিল লাইফ সাপোর্টে।

মঙ্গলবার সকাল ১০টায় আগারগাঁওয়ে বাংলাদেশ বেতার প্রাঙ্গণে তার মরদেহ আনা হবে। দাফন করা হবে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

প্রসঙ্গত, ১৯৭১ এর মুক্তিযুদ্ধের পর স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ জন শব্দসৈনিককে স্বাধীনতা পদকে ভূষিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ নিয়ে গেজেটও প্রকাশিত হয়। তবে, পুরস্কার তুলে দেয়ার আগেই ঘাতকের গুলিতে প্রাণ হারান বঙ্গবন্ধু। এরপর আর সেই পদকের বিষয়টি তোলেনি কোনো সরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2023
S M T W T F S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031