এসবিএন ডেস্ক:
মা হয়েছেন মডেল ও অভিনেত্রী দিলরুবা ইয়াসমিন রুহি। আজ মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় ভোর পৌঁনে চারটায় পুত্র সন্তানের জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। রয়েল লন্ডন হাসপাতালে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্ম হয়েছে রুহির ছেলের। বাবা মুনসুর আলীর নামের সাথে মিলিয়ে পুত্রের নাম রাখা হয়েছে রুহান মনসুর আলী। নবজাতক ও মা সুস্থই রয়েছেন।
বাবা হওয়ায় মনসুর ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লেখেন, এটা যেন বড়দিনের ব্রেকিং উপহার। রুহি ও ছেলে দুজনই ভালো আছে। তাদের জন্য সবার কাছে দোয়া চাই।
রুহি ও মুনসুরের কাজের সূত্রে পরিচয় তারপর প্রণয় শেষে পরিণয়। গত বছরের ৩ সেপ্টেম্বর তারা পরিণয় সূত্রে আবদ্ধ হন।
রুহি মনসুর আলির পরিচালনায় ‘একাত্তরের সংগ্রাম’ এবং অনিমেষ আইচ পরিচালিত ‘জিরো ডিগ্রি’ ছবি দুটিতে কাজ করে আলোচিত হন। মুক্তির অপেক্ষায় রয়েছে ইসমত আরা চৌধুরী শান্তির ‘মায়ানগর’।
সংবাদটি শেয়ার করুন