৩রা মার্চ ২০২১ ইং | ১৮ই ফাল্গুন ১৪২৭ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, জুন ৮, ২০১৮
তামান্না জেসমিন
শুভ সকাল। ভোর হলে চোখ খুলেই অনুভব করি চারিপাশে অথই জীবন থইথই করছে। ঝুলবারান্দার টববাগানে বৃষ্টির ছোঁয়া পেয়ে আদরে আদরে ডালপালা পাতারা উদার বাহু বাড়িয়ে দিয়েছে সানন্দে। পাখিদের ওড়াউড়ি,
কিচিরমিচির, গাছের ফাঁকে বাসা বানানোর জন্যে অদম্য প্রয়াস ! প্রাণের কি স্নিগ্ধ সরব সত্তা ! চোখ খুললেই যখন দেখি, দেহে প্রান আছে তখনি মনে হয়, আহা! বেচে আছি,দেহে প্রাণের অস্তিত্ব আছে ! বেঁচে থাকার কি যে আনন্দ – এই মুহুর্তে তাকে উপভোগ করার মাঝেই জগতের বড় আনন্দ।
পাশে ঘুমন্ত একটুকরো স্বর্গ। বললাম, – মা অনেক বেলা হয়েছে, ওঠো ..
মা, আজতো হলিডে, আরেকটু ঘুমুতে দাও প্লিজ …
আমি নীরবে নিষ্পাপ শিশুকে আরেকবার চেয়ে দেখলাম আর ভাবলাম, আমি যেনো জগৎ মাঝে এক স্বর্গ কে আবর্তন করে আছি, তার মাঝে প্রানের স্পন্দন আছে, আছে জীবন … আছে প্রেম … ভালবাসা … আছে আনন্দ …
কাল্পনিক স্বর্গের কথা ভেবে ভেবে আমরা বর্তমানের বেঁচে থাকাকে আসলে ভুলে যাই।
Corporate Office:
6/A Eskatan Garden
Dhaka, Bangladesh.
Mobile: 017111-66826
Email: mansoumit@yahoo.com
Helpline - +88 01719305766