লাঙ্গল প্রতীকে মোস্তফা এগিয়ে আছেন

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০১৭

লাঙ্গল প্রতীকে মোস্তফা এগিয়ে আছেন

বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টা নাগাদ বিপুল ভোটে এগিয়ে আছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। ১৯৩টি কেন্দ্রের মধ্যে ওই সময় পর্যন্ত ২৫টির ফল প্রকাশ হয়। তাতে লাঙ্গল প্রতীকে মোস্তফা পেয়েছেন ১৮ হাজার ৯৮১ ভোট। ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ও বিদায়ী মেয়র সরফুদ্দীন আহমেদ ঝন্টু নৌকা প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭৭৮ ভোট। তার পেছনেই আছেন ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী কাওসার জামান বাবলা; তার ভোট ৫ হাজার ৮১টি। এই নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে সাত প্রার্থীর সঙ্গে ৩৩ ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৭৬ জন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১৯৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শেষে কেন্দ্রে কেন্দ্রে শুরু হয় গণনা।

বিভিন্ন কেন্দ্র থেকে তথ্য পাওয়ার পর পুলিশ কমিউনিটি হলে বসানো নিয়ন্ত্রণ কক্ষ থেকে ফল ঘোষণা করা হচ্ছে। সেখানে রয়েছেন  এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার।

এ নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ৪ লাখ। তার মধ্যে বেলা দেড়টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে সুভাষ বিকালে বলেছিলেন, শেষ পর্যন্ত ভোটদানের হার ৭০ শতাংশ হতে পারে বলে তারা আশা করছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031