আদিতমারীতে ছাত্রী হোস্টেলে হামলা, আহত ৪

প্রকাশিত: ১১:৫২ অপরাহ্ণ, জুন ২৬, ২০২২

আদিতমারীতে ছাত্রী হোস্টেলে হামলা, আহত ৪

আদিতমারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামে অবস্হিত গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল  স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীনিবাসে ২৫ জুন শনিবার বিকাল চারটার দিকে কতিপয় দূবৃত্ত আক্রমন করে ছাত্রী ও শিক্ষিকাসহ চারজনকে আহত করে।

 

 

আগে অভিযোগ দিলেও ব্যবস্থা নেয়নি থানা পুলিশ , পুনরায় ছাত্রী নিবাসের হামলা করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সহ শিক্ষিকা ও আবাসিক হোস্টেলে সুপার কে মারপিট করে আহত করে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ জানায় পূর্বের অভিযোগে ব্যবস্থা না নেওয়ায় সেই সুযোগে অভিযুক্ত সন্ত্রাসীগণ ২৫ জুন শনিবার দুপুরে গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্রী হোস্টেলে বিনা অনুমতিতে প্রবেশ করে আবাসিক শিক্ষিকা ফাতেমা খাতুন এবং হোস্টেলে থাকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী মোনালিসা ফাহমিদা তিশা ও স্কুল এন্ড কলেজের ট্রাস্টের কোষাধক্ষ্য শিক্ষা প্রতিষ্ঠানের মালিক রাজিয়া সুলতানা ও আবাসিক সুপার ( মহিলা) নার্গিস পারভিন কে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেন বাবুল ওরফে ভোটকা বাবুল ও তার পিতা মিরাজ উদ্দিন ও মনোয়ারা পরিকল্পিত ভাবে ছাত্রী হোস্টেলে হামলা করে মারপিট ও লুটপাট করেন । আহতদের আত্মচিৎকারে এলাকার লোকজন সন্ত্রাসীদের কবল হতে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন । লিখিত অভিযোগে জানাযায় লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর গ্রামে আব্দুল মান্নান রেনুকা বেগম কল্যাণ ট্রাস্ট কর্তৃক পরিচালিত গোল্ডেন গেট ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ছাত্রী হোস্টেলে উক্ত সন্ত্রাসীগণ দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সকল শিক্ষককে অকথ্য ভাষায় গালিগালাজ করে আসছে স্থানীয় সন্ত্রাসী ইসমাইল হোসেন বাবুল ওরফে ভোটকা বাবুল ও তার পিতা মিরাজ উদ্দিন । বিষয়টি নিয়ে গত ১ মাস পূর্বে ট্রাস্টি বোর্ড আদিতমারী থানায় লিখিত অভিযোগ দিলেও কোনো ব্যবস্থা নেয়নি , সেই সুযোগটি কাজে লাগিয়ে ২৫ জুন শনিবার স্কুল ছুটির পর উক্ত সন্ত্রাসীগন ছাত্রী হোস্টেলে প্রবেশ করে মারপিট করে ৪ জন কে গুরুতর আহত করেন । আহতদের সম্পর্কে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন চারজনের মধ্যে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে । বাকি দুইজনের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রী ও হোস্টেলের সহকারী শিক্ষিকা কে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে । উক্ত ঘটনায় আব্দুল মান্নান রেনুকা বেগম ট্রাস্টের কোষাধক্ষ্য রাজিয়া সুলতানা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । ছাত্রী হোস্টেলের পক্ষ থেকে হোস্টেল সুপার বাদী হয়ে আরো একটি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে আদিতমারী থানা ওসির সঙ্গে যোগাযোগ করা হলে তিন বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে বিষয়টি নিয়ে লালমনিরহাট জেলা পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত ডিআইজি আবিদা সুলতানার সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান বিষয়টি যত দ্রুত সম্ভব তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।

লাইভ রেডিও

Calendar

May 2024
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031