প্রিন্ট এর তারিখঃ জুলাই ৯, ২০২৫, ২:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৫, ১২:৪৩ অপরাহ্ণ
৩৫ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে রপ্তানি খাতে বিপর্যয় নামবে: রুবানা হক

৩৫ শতাংশ মার্কিন শুল্ক বহাল থাকলে বাংলাদেশের রপ্তানি খাত ভয়াবহ বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি রুবানা হক।
তিনি বলেন, ‘ভিয়েতনাম যখন ২০ শতাংশ শুল্কে পোশাক রপ্তানি করবে, তখন আমাদের দিতে হবে ৩৫ শতাংশ। আর আমরা এখনও নিশ্চিত না আগের যে ১৬ শতাংশ শুল্ক রয়েছে, সেটিও যুক্ত হবে কিনা। যদি সেটিও যুক্ত হয়, তাহলে তো পরিস্থিতি হবে ভয়াবহ।’
রুবানা হক বলেন, ‘সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কী ধরনের আলোচনা করছে বা আদৌ করছে কি না, আমরা কিছুই জানি না। অথচ এটা দেশের অন্যতম প্রধান রপ্তানি খাতের ভবিষ্যতের প্রশ্ন।’
তবে হতাশার মধ্যেও আশার সুর রেখেছেন তিনি। রুবানা বলেন, ‘আগস্ট মাস পর্যন্ত আমাদের সময় আছে। এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্কহার পুনর্বিবেচনার সুযোগ রয়েছে।
শুনেছি, সরকারের নীতি নির্ধারকরা যুক্তরাষ্ট্রে যাচ্ছেন কিংবা সেখানে আছেন। ফলে আমরা আপাতত অপেক্ষা করছি।’
উল্লেখ্য, দীর্ঘ তিন মাস আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশসহ ১৪টি দেশের আমদানি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
এই সিদ্ধান্ত জানিয়ে সোমবার এসব দেশের রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে চিঠিও পাঠান তিনি। চিঠিগুলো প্রকাশ করা হয়েছে তার নিজস্ব সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.