প্রিন্ট এর তারিখঃ মে ২২, ২০২৫, ৭:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৫, ৬:৫২ অপরাহ্ণ
ফুলছড়িতে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে ছয় ইউপি চেয়ারম্যান গ্রেফতার

রাজু সরকার, গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় আজ দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক অভূতপূর্ব ঘটনায় ছয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে কী কারণে তাদের গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি পুলিশ।
গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যানরা হলেন—কঞ্চিপাড়া, গজারিয়া, উড়িয়া, ফুলছড়ি, ফজলুপুর এবং এরেন্ডাবাড়ী ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান।
বুধবার (২১ মে) সকালে ফুলছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপজেলা চত্বর ত্যাগ করার মুহূর্তেই উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এই ছয় চেয়ারম্যানকে হেফাজতে নেয়। পরে তাদের ফুলছড়ি থানায় নিয়ে যাওয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো উপজেলায় চাঞ্চল্য তৈরি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা। অনেকে বিষয়টিকে “অভূতপূর্ব” ও “নির্বাচিত প্রতিনিধিদের প্রতি অসম্মানজনক আচরণ” বলেও উল্লেখ করেছেন।
এ বিষয়ে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,“আমরা এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দিতে পারছি না। ঘটনাটি তদন্তাধীন। বিস্তারিত জানানো হবে যথাসময়ে।”
স্থানীয় রাজনৈতিক মহলে এ ঘটনা নিয়ে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। কেউ কেউ ধারণা করছেন, সম্প্রতি কিছু প্রকল্প বাস্তবায়ন ও সরকারি সহায়তা বণ্টন নিয়ে ওঠা অভিযোগের ভিত্তিতেই এই অভিযান হতে পারে। তবে বিষয়টি নিশ্চিত নয়।
উল্লেখ্য, ফুলছড়ি উপজেলার ছয়টি ইউনিয়নের চেয়ারম্যানদের একযোগে গ্রেফতারের ঘটনা এই প্রথম।
এটি স্থানীয় প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন বলেও অভিহিত করা হচ্ছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোনো মামলা দায়ের হয়েছে কি না, কিংবা আদালতে পাঠানো হয়েছে কি না—তা নিশ্চিত হওয়া যায়নি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.