কামরুজ্জামান হিমু:
অবশেষে সাভারের অবৈধ রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজউক, গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। এ সময় প্রতিষ্টানটির এক পরিচালককে ১০ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রমাণ আদালত।
রাজউকের এস্টেট ও ভূমি-৩ এর উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ লিটন সরকার বলেন, রেলিক সিটি নামে রাজউকের নিবন্ধন বিহীন একটি ডেভেলপার কোম্পানী যাদের কোন লিগ্যাল কাগজপত্র নাই, তারা অত্র এলাকার কিছু জমি কিনে অথবা বায়না করেছে। কিন্তু তারা প্রায় ২৭০০ একর জমির একট লে-আউট নক্সা প্রণয়ন করে তারা বিভিন্ন লোকের কাছে বিভিন্ন দামে প্লট বিক্রী করছে।
আমরা সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সরেজমিনে আজ বৃহস্পতিবার (২২মে) অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটির এ্যাডমিট ডিরেক্টরকে পেয়েছি এবং সে আমাদের কাছে স্বীকার করেছে তারা ইতিমধ্যে কিছু জমি বিক্রী করেছে। তবে তারা ২৭০০ একর জমির লে-আউট নক্সা করলেও রেলিক সিটির নামে মাত্র ১০ বিঘার মতো জমির কাগজপত্র দেখাতে পেরেছে। যেহেতু রেলিক সিটির কোন নিবন্ধন হয়নি তাই এই প্রতিষ্ঠানের নামে তারা কোন ভাবেই করতে পারেনা। এজন্য তাদের যতগুলো সাইবোর্ড এবং বিলবোর্ড ছিলো সেগুলো আমরা অপসারন করেছি। এছাড়া তারা এখানে যে অফিসটি ব্যবহার করছিলো সেটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মিটার জব্দের পাশাপাশি অফিসটি বন্ধ করে দিচ্ছি এবং তাদের একটি সেড ভেঙ্গে গুড়িয়ে দিয়েছি। একইসাথে যেহেতু অভিযুক্ত প্রতিষ্ঠানটির পরিচালককে আমরা ঘটনাস্থলে পেয়েছি এবং সে দোষ স্বীকার করেছে। আমরা রিয়েলস্টেট ব্যবস্থাপনা এবং উন্নয়ন আইন ২০১০ অনুসারে প্রতিষ্ঠানটিকে ১০ লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছি। একইসাথে তারা আমাদেরকে ৩০০ টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকারনামা প্রদান করবে যে পরবর্তীতে এই প্রতিষ্ঠান যাথাযত আইনী প্রক্রিয়া অনুসরন না করে এই ধরনের কোন কার্যক্রম তারা আর চালাবেনা এই মর্মে একটি অঙ্গীকারনামা প্রদান করবে।
তিনি আরও বলেন, যেহেতু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কাছে লিখিত অভিযোগ ছিলো, আমরা তাদেরকে নোটিশও করেছি কিন্তু তারা আমাদের নোটিশের কোন জবাব অদ্যবদি প্রদান করেনাই, যার জন্য এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা কাযর্যক্রম চলমান রয়েছে।
ভুক্তভোগী কৃষক সাদ্দাম হোসেন বলেন, আমাদের ফসলী জমিতে সাইনবোর্ড দিয়েছে এবং এলাকার কিশোর গ্যাং ও সন্ত্রাসী বাহিনী ভাড়া করে এনে তাদের নিয়ে খিচুরী এবং বিরানী রান্না করে খায়। তাদের ভয়ে আমরা নিজেদের ক্ষেতে যেতে পারিনা, প্রতিবাদ করায় আমাদের বাড়িঘরে হামলা চালিয়েছে এবং মিথ্যা মামলা করে হয়রানী করছে।
অপর ভুক্তভোগী আনোয়ার হোসেন বলেন, ভূমিদস্যু রেলিক সিটি আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে সেটির প্রত্যাহার চাই এবং যেসব কিসোর গ্যাং এবং সন্ত্রাসী দিয়ে হামলা চালিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হোক।
রেলিক সিটির প্রশাসনিক পরিচালক মোঃ সাব্বির হোসেন বলেন, আমাদের রাজউকের কোন অনু কায মোদন নেই এবং যে লে-আউট করেছি সেটিও সঠিক নয়। আমরা মাত্র কয়েক মাস ধরে শুরু করেছি তবে কারও জায়গা আমরা জোরপূর্বক দখল করিনি। অনেকেই আমাদের কাছে জমি বিক্রী করার জন্য কাগজপত্র নিয়ে আসছে। আমরা পর্যায়ক্রমে জমি বায়না করে বিক্রী করছি।
উল্লেখ" ৮ হাজার ২৫১ বিঘার মেগা সিটির নকশা তৈরি করে প্রতারণা করা সাভারের রেলিক সিটিতে অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। চটকদার বিজ্ঞাপন দিয়ে ক্রেতাদের বোকা বানিয়ে প্রতারণা করে আসছিল রেলিক সিটি নামের আবাসন প্রতিষ্ঠানটি। গ্রামবাসীর বাড়িঘর, স্কুল-মসজিদ, মাদ্রাসা, এতিমখানা-বৃদ্ধাশ্রম এর জায়গায় প্লট দেখিয়ে ভূয়া নকশা তৈরির অভিযোগ ছিল প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এ সময় তারা গুড়িয়ে দিয়েছে অবৈধ স্থাপনা ও বিলবোর্ড। কোন ধরনের বৈধতা না থাকায় এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে চালানো হয় এ অভিযান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.