প্রিন্ট এর তারিখঃ জুলাই ৪, ২০২৫, ৬:১০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩, ২০২৫, ১০:২২ পূর্বাহ্ণ
ভোলার তজুমদ্দিনে ধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার- ৪

গাজী তাহের লিটন, ভোলা:
ভোলার তজুমদ্দিনে স্বামীকে রাতভর নির্যাতনের পর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ও পুলিশের যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
বুধবার (২ জুলাই) দিবাগত রাতে হাতিয়া থেকে মামলার প্রধান আসামি আলাউদ্দিনকে এবং ২ নম্বর আসামি ফরিদ উদ্দিনকে বোরহানউদ্দিন এলাকা থেকে আটক করে পুলিশ। একইভাবে লঞ্চঘাট এলাকা থেকে ৫ নম্বর আসামি মো. মানিককে আটক করে র্যাব-৮। এছাড়া ধর্ষণের সহযোগিতার অভিযোগে ভিকটিমের ছোট সতিন ও ৩ নম্বর আসামি ঝর্ণা বেগমকে ঘটনার পর পরই আটক করে পুলিশ।
এ ঘটনায় মোট চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাব্বত খান। বুধবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভোলা জেলা পুলিশ সুপার মো. শরিফুল হক। এসময় তিনি ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত আসামি গ্রেপ্তারের নির্দেশ দেন।
এদিকে বিএনপির মিডিয়া সেল ফেসবুক পেইজে জাতীয়তাবাদী দল বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহাম্মাদ মনির হোসেন স্বাক্ষরিত বার্তায় এই ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাছাড়া ঘটনা জানাজানির পর জড়িত থাকার অভিযোগে বিএনপির অঙ্গসংগঠন বাস্তুহারা দল, শ্রমিকদল এবং ছাত্রদল পৃথক চিঠিতে ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন—তজুমদ্দিন উপজেলা বাস্তুহারা দল সভাপতি মো. আলাউদ্দিন, উপজেলা শ্রমিক দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, তজুমদ্দিন সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল আহমেদ ও যুগ্ম-আহ্বায়ক জয়নাল আবেদীন সজীব।
উল্লেখ্য, গত সোমবার তজুমদ্দিনের কামারপট্টি এলাকায় চাঁদা না পেয়ে উপজেলা শ্রমিকদলের যুগ্ম-সম্পাদক ফরিদ উদ্দিন ও উপজেলা বাস্তুহারা দল সভাপতি আলাউদ্দিনের নেতৃত্বে স্বামীকে নির্যাতনের পর তার স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। এতে রুবেলের ছোট স্ত্রী ঝর্ণা বেগম সহযোগিতা করেন বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এ ঘটনায় ১১ জনকে আসামি করে ভিকটিমের স্বামী রুবেল তজুমদ্দিন থানায় মামলা দায়ের করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.