প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৫, ১:১৯ অপরাহ্ণ
লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ১৫২ লিটার দেশীয় মদসহ আটক -২

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের মাইজভিলা এলাকায় নজির মেম্বার এর ইটভাটার সামনে পরিত্যাক্ত টিনের বাড়ি থেকে ১৫২ লিটার দেশীয় মদসহ ২জনকে আটক করেছে লোহাগাড়ায় কর্মরত সেনাবাহিনী।
বৃহস্পতিবার (৩ জুন) রাত ৯:৩০ মিনিটের দিকে লোহাগাড়া সেনা ক্যাম্প এর গোয়েন্দা সূত্রে এ অভিজান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, (১)হাবিবুল্লাহ (৫৫) পিতা মৃত সিদ্দিক আহমদ, টংকাবতী লতাছড়ি পাড়া ৭নং ওর্য়াড বান্দরবান সদর, (২)জয় ত্রিপুরা (২৩) পিতা জহন্য ত্রিপুরা, ৭নং ওয়ার্ড ত্রিপুরা পাড়া৷
বাংলাদেশ সেনাবাহিনীর লোহাগাড়া ক্যাম্পের ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ এর নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর চৌকস গোয়েন্দার একটি টিম৷
দীর্ঘদিন ধরেই মাদকসেবন কারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক দু'জনকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগাড়ায় দায়িত্বরত ক্যাপ্টেন ওলিদ বিন মওদুদ জানান, সামরিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বিশেষ টিম প্রেরণের মাধ্যমে লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়ন এর মাইজভিলা এলাকাস্হ নজির মেম্বার এর ইটভাটার সামনে পরিত্যাক্ত টিনের বাড়ি থেকে রাত ৯:৩০ মিনিটের দিকে লোহাগাড়া সেনা ক্যাম্প এর গোয়েন্দা সূত্রে ১৫২ লিটার দেশীয় মদ উদ্ধার ও দুজনকে আটক করা হয় । তারা এটাও স্বীকার করে যে, দীর্ঘদিন ধরেই মাদকসেবন কারীদের নিকটে বিক্রি ও সরবরাহ করতেন। এধরণের অভিযান দেশ ও জনগণের স্বার্থে অব্যাহত থাকবে বলে জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.