প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৩, ২০২৫, ৭:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১২:৪৪ অপরাহ্ণ
আর্থিক দুর্নীতির মামলায় অর্থনীতিবিদ আবুল বারকাত কারাগারে

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার ( ১১ জুলাই) দুপুরে আবুল বারকাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।
আদালত সূত্র জানায়, দুদকের মামলায় তাঁর তিন দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে এই রিমান্ড আবেদন নাকচের আরজি জানায় আসামিপক্ষ। রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।
এননটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাতসহ ২৩ জনের নামে মামলা করে দুদক। এই মামলায় গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘গতকাল দিবাগত রাত পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি থেকে আবুল বারকাতকে গ্রেপ্তার করা হয়।’
দুদক বলছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পরস্পর যোগসাজশে জালজালিয়াতির মাধ্যমে এননটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে ২৯৭ কোটি টাকা ঋণ দিয়েছিলেন।
আতিউর রহমান, তাঁর সহযোগী অন্য ব্যক্তিরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
আবুল বারকাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ছিলেন। তিনি বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি ছিলেন।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.