প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ২:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১১, ২০২৫, ১২:৫৫ অপরাহ্ণ
সুৃনামগঞ্জে বিজিবি’র অভিযানে ১ কোটি ৬২ লাখ টাকার অবৈধ পণ্য জব্দ

মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যদের অভিযানে ভারত বাংলদেশের সীমান্ত দিয়ে অবৈধভাবে সুনামগঞ্জে নিয়ে আসা ভারতীয় বিপুল পরিমান কসমেটিক্রস ও পশু চিকিৎসার ঔষধ এবং একটি কাভার্ডভ্যান আটক করা হয়েছে। যার বর্তমান বাজার মূল্যে প্রায় ১ কোটি ৬২ লাখ টাকার উপরে হবে।
শুক্রবার (১১ জুলাই) ভোররাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সদস্যরা সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার হায়দারপুর বাজারের পাকারাস্তার উপর মালিক বিহীন অবস্থায় কাভার্ডভ্যান পরে থাকতে দেখে অভিযান পরিচালনা করে কাভার্ডভ্যানসহ এসব অবৈধ ভারতীয় পণ্য আটক করে জেলা শহরের মল্লিখপুরস্থ বিজিবি”র হেড-কোয়াটারে নিয়ে আসা হয়। অভিযানকালে ১৮ হাজার ৯৭৭ পিস কসমেটিক্রস এবং ১৪ হাজার ৮৭২ পিস পশুর চিকিৎসার ঔষধ রয়েছে।
২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ান(বিজিবি)”র সুনামগঞ্জ অঞ্চলের অধিনায়ক লেঃ কর্ণেল একেএম জাকারিয়া কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় বিজিবির নিয়মিত অভিযানে প্রায়ই ভারত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আসা অবৈধ পণ্য জব্দ করা হয়। তবে এবারের অভিযানের অভিজ্ঞতা ছিল ভিন্ন ধরনের। আগে শাড়ি, লেহেঙ্গা, জিরা, ফুচকাসহ বিভিন্ন সামগ্রী আটক করা হলেও এবার উন্নতমানের কসমেটিকসের পাশাপাশি কুকুর ও বিড়ালের চিকিৎসায় ব্যবহৃত ওষুধও জব্দ করা হয়েছে।
আমরা বিজিবি”র হেডকোয়াটারের উধর্বতন কর্তৃপক্ষের নির্দেশে সুনামগঞ্জের ৯০ কিলোমিটার এলাকায় ১৯টি বিওপির সদস্যদের মাধ্যমে সার্বক্ষণিক নিরাপত্তা রক্ষায় কাজ করা হচ্ছে। বিজিবির জোয়ানরা সক্রিয় বলেই প্রায় সময়ই চোরাকারবারীদের ভারত থেকে নিয়ে আসা বড় বড় চালান আটক করতে সক্ষম হয়েছি। এদিকে জব্দকৃত এসব পন্য জেলা শুল্ক কার্যালয়ে জমাদানের প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.