তিমির বনিক,মৌলভীবাজার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তরুণ শিল্প উদ্যোক্তা ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমানের দায়েরকৃত চাঁদাবাজির মামলায় শেখ জসিম উদ্দিন (৩৫)-কে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন মৌলভীবাজার ২নং আমলী আদালতের বিজ্ঞ বিচারক।
মৌলভীবাজার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দীর্ঘ তদন্ত শেষে বিজ্ঞ আদালতে ঘটনার সত্যতার তদন্ত প্রতিবেদন দাখিল করে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য উক্ত অনুসন্ধান প্রতিবেদন বিজ্ঞ আদালতে দাখিল করেন।
রোববার ১৩ই জুলাই সকালে অভিযুক্ত বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।
আটককৃত শেখ জসিম উদ্দিন, শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের শ্রীগাঁও গ্রামের শেখ মো: জিতু মিয়ার পুত্র। মামলার এজাহার ও পিবিআই তদন্ত প্রতিবেদন সুত্রের প্রকাশ- অনুযায়ী ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান সিন্দুর খান ইউনিয়নের ষাড়েরগজ মৌজায় বাউন্ডারী ওয়াল দিয়ে ফার্ম তৈরির কাজ শুরু করেন। উক্ত ফার্মের দায়িত্ব প্রদান করা হয় তার বড় ভাই মহিবুর রহমান ও খালাতো ভাই জাফর-কে। ফার্মে নিযুক্ত শ্রমিকরা কাজ করতে গেলে শেখ জসিম উদ্দিন বাঁধা সৃষ্টি করে ২ লাখ টাকা চাঁদা দাবী করেন। এবং দাবীকৃত টাকা না দিলে উক্ত ফার্ম ভেঙ্গে ফেলার হুমকি দেন। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজনকে অবগত করা হলেও সমাধান না হওয়ার কারণে ফ্রান্স প্রবাসী মো: হাফিজুর রহমান বাদী হয়ে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মৌলভীবাজার ( সিআর-মোকদ্দমা নং- ৩৭৩/২০২৪ইং ( শ্রীঃ) দায়ের করেন। বিজ্ঞ আদালত উক্ত মামলা তদন্তের জন্য পিবিআই,মৌলভীবাজার-কে নির্দেশ প্রদান করেন। ফার্মে কাজ করতে হলে চাঁদা দাবী ও ভয়ভীতি দেখানোর সত্যতা পেয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট,২নং আমল গ্রহনকারী মৌলভীবাজার, আদালতে শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
জানা গেছে- শেখ জসিম উদ্দিনের বিরুদ্ধে সিআর মামলা নং-৩৬৯/২৪ (শ্রীঃ), নির্বাহী ম্যাজিঃ আদালতে মামলা নং- ৩২০/২৪ (শ্রী:)সহ একাধিক মামলায় অভিযুক্ত বিজ্ঞ আদালতে বিচারাধীন ও তদন্তাধীন অবস্থায় রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.