প্রিন্ট এর তারিখঃ জুলাই ১৮, ২০২৫, ২:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২৫, ৫:০০ পূর্বাহ্ণ
কুলাউড়ায় বৈষম্যবিরোধীর মিছিলে হামলার অন্যতম কবির বখস গ্রেপ্তার

তিমির বনিক,মৌলভীবাজার:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের আওয়ামীলীগ নেতা কবির বখসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৬ই জুলাই) রাতে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভূঁইগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃত কবির বখস হাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি হাজীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ বখসের চাচাতো ভাই।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, আটককৃত কবির বখসের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলার ঘটনায় মামলা রয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.