প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ১১:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:২৩ অপরাহ্ণ
বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নানের বিরুদ্ধে মামলা

বিমান বাহিনীর সাবেক প্রধান শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৭ জুলাই) সংস্থাটির প্রধান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন মহাপরিচালক আক্তার হোসেন।
তিনি জানান, বিমান বাহিনীর সাবেক প্রধানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও মানিলন্ডারিং ধারায় মামলা করা হয়েছে। এছাড়া একই ধারায় আরেকটি মামলায় তার স্ত্রী তাহমিদা বেগমকে আসামি করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথম মামলায় শেখ আবদুল হান্নানের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের অভিযোগ আনা হয়। এতে তার বিরুদ্ধে তিন কোটি ২৮ লাখ ৫১ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।
এছাড়া ২৭ কোটি টাকারও বেশি পরিমাণ অর্থ বিভিন্ন ব্যাংকে অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পায় দুদক।
অন্যদিকে অপর একটি মামলায় আবদুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়। এতে বলা হয়, তাহমিদা বেগম এক কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন করেছেন।
এছাড়া বিভিন্ন ব্যাংকে তার বিরুদ্ধে এক কোটি ১৮ লাখ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া যায় দুদকের অনুসন্ধানে।
মামলার এজাহারে আরো বলা হয়, দেশের বাইরে কানাডা ও দুবাইসহ বেশ কয়েকটি দেশে শেখ আবদুল হান্নানের সম্পদ রয়েছে বলে অনুসন্ধানে তথ্য পাওয়া যায়। যা তদন্ত করলে বের করা সম্ভব হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.