প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৮, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২৫, ২:৩৭ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বিজিবি ক্যাম্পের ক্যান্টিনে চুরির অর্থসহ আটক-১

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিজিবি'র বধ্যভূমি-৭১ কাবাব ঘর ক্যান্টিন থেকে চুরি হওয়া নগদ ৭০ হাজার টাকা শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ক্যান্টিনের কর্মচারী মোঃ মিজান মিয়াকে (২৩) গ্রেপ্তার করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ২২শে জুলাই রাত সাড়ে ৯টার দিকে। অভিযুক্ত মিজান ক্যান্টিনের জানালার লক খুলে ক্যাশবাক্স থেকে ৭০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর সার্বিক নির্দেশনায় এসআই অলক বিহারী গুণের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স ও র্যাবের সহায়তায় ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান পরিচালনা করে মিজানকে গ্রেপ্তার করা হয়। এসময় চোরাইকৃত টাকা, একটি ট্র্যাভেল ব্যাগ এবং আসামির ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজান মিয়ার বাড়ি সিলেটের ওসমানীনগর উপজেলার ইলাশপুর গ্রামে। বর্তমানে তিনি শ্রীমঙ্গলের আউট সিগন্যাল এলাকায় বসবাস করে আসছিলেন।
আসামিকে গ্রেপ্তারের পর আজ রবিবার (২৭ জুলাই) মৌলভীবাজার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে শ্রীমঙ্গল থানা সূত্রের বরাতে জানা গেছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.