ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন (৩০) নামের এক সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (২৮জুলাই) ভোর ৫:০০ ঘটিকার সময় লোহাগাড়া সেনাক্যাম্পের দায়িত্বরত সেনাবাহিনীরি টহল টিমের হাতে ধরা পড়ে ডাকাত দল (তৌহিদ গ্রুপের) সদস্য মোহাম্মদ নুরুল আমিন।
আটককৃত মোহাম্মদ নুরুল আমিনকে জিজ্ঞাসাবাদের পর লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়ন এর (৮নং)ওয়ার্ডস্থ চাকফিরানি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি তৈরি রামদা উদ্ধার করা হয়।
আটককৃত ডাকাতদলের সদস্য মোহাম্মদ নুরুল আমিন উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের চাকফিরানী ৮নং ওয়ার্ডের খলিলুর রহমানের পুত্র।
লোহাগাড়া দায়িত্বরত সেনাবাহিনীসূত্রে জানাযায়, রাত্রিকালীন টহল চালানকালীন ডাকাত তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিনকে সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি জানতে পারে। এসময় পালানোর সময়ে তাৎক্ষণিক আসামিকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর আসামির তথ্যমতে চাকফিরানি আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন একটি পরিত্যাক্ত টিনের বাড়ি হতে তল্লাশি চালিয়ে এক নালা ৩টি এলজি, ৮টি কার্তুজ ও ৪টি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.