প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৫, ২০২৫, ৪:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৫, ৮:৩০ পূর্বাহ্ণ
অবৈধবালু কারবারি ও সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার-৩

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে অবৈধবালু কারবারের সাথে জড়িত একজনসহ ৩ আসামি গ্রেপ্তার হয়েছে।
শনিবার (২রা আগস্ট) থানার এসআই মো. সাইদুর রহমান খানসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে উপজেলার সাতগাঁও ইউনিয়নের লচনা বাজার এলাকা থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বোঝাই একটি ট্রাক জব্দ করেন। এসময় অবৈধবালু কারবকারি চক্রের সদস্য মতিগঞ্জ পাইকপাড়া গ্রামের সুরঞ্জন সরকারের ছেলে রিংকু সরকারকে(২৫) গ্রেপ্তার করা হয়।
শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক এক অভিযানে পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার হয়েছে। থানার এসআই সজীব চৌধুরী ও এএসআই মো. নাহিদুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে সিআর ৫৮৫/২২ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি কালাপুর ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে মো: সিরাজ মিয়া জিআর-২৫৪/২১ খ্রিঃ এর সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার খেজুড়ী ছড়া চা-বাগান এলাকার স্বদেশের ছেলে যতন দাসকে গ্রেপ্তার করে পুলিশ।

শ্রীমঙ্গল থানার ওসি মো: আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.