প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ণ
কার্টন ঢেকে পাচারের চেষ্টা, ডিবির অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার চোরাই প্রসাধনী জব্দ, আটক- ১

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:
মৌলভীবাজারে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৭৩ লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই প্রসাধনী পণ্যসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের তালতলা (রায়শ্রী) এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনার সময় এই বিপুল চোরাই পণ্যসহ ট্রাকটি আটক করা হয়। ট্রাকটি সিলেট থেকে ফেঞ্চুগঞ্জ-রাজনগর হয়ে মৌলভীবাজারে প্রবেশ করছিল।
আটক ব্যক্তির নাম মোঃ লালন মিয়া (২৮), সাং- মুটুকপুর, থানা- রাজনগর, জেলা- মৌলভীবাজার।
জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক (নিঃ) সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য, এসআই (নিঃ) হীরক চক্রবর্তী,, এএসআই (নিঃ) মোঃ আবুল ভাসানী এবং ফোর্স কনস্টেবল জহিরুল ইসলাম ও কাজল রাজবংশীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
তল্লাশি চালিয়ে ট্রাক থেকে যেসব চোরাই প্রসাধনী পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে Skinbrite Cream ৫,১৮৪ পিস, Skinshine Cream ৬০০ পিস, Elosone-HT Cream ৪,৮০০ পিস, Derobin Ointment ৪,৫০০ পিস, Melnor Cream ৫,৭৬০ পিস, Clop-G Cream ২৩,৬৬০ পিস এবং Patanjali Aloe Vera Gel ২৮৮ পিস।
এছাড়া ট্রাকের ভেতর থেকে ৩০০ কেজি খালি কার্টুন ও একটি নীল রঙের তেরপালও উদ্ধার করা হয়। সর্বমোট পণ্যের আনুমানিক বাজারমূল্য দাঁড়ায় ৭৩.৪৮,৮২০/- টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে চালক ভারতীয় পণ্য বহনের কথা স্বীকার করলেও কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। জিজ্ঞাসাবাদে ধৃত আসামী লালন মিয়া জানায়, সে পলাতক আসামী রুবেল মিয়ার পরিচিত এবং রুবেল মিয়ার ভাঙারির আড়ালের ব্যবসার অংশ হিসেবে ভারতীয় চোরাই পণ্য সিলেটের চালিবন্দর এলাকা থেকে এনে বাংলাদেশের বিভিন্ন জেলায় সরবরাহ করত। তারা মালামালের উপর খালি কার্টুন ও তেরপাল দিয়ে কভার করে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেছিল।

গ্রেফতারকৃত, পলাতক এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনের বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর 25-B ও 25-D ধারায় মৌলভীবাজার মডেল থানায় মামলা রুজু করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.