প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৪, ২০২৫, ১২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১০, ২০২৫, ৯:২৮ পূর্বাহ্ণ
কুলাউড়ায় চোরাই প্রাইভেটকার উদ্ধারসহ আটক -১

মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের অভিযানে চুরি হওয়া ১টি প্রাইভেটকার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কুলাউড়া থানা এলাকা থেকে হেলাল নামে একজনকে আটক করা হয়েছে।
গত ৫ আগস্ট দিবাগত রাতে রাউৎগাও ইউপির চৌধুরী বাজার সংলগ্ন জনৈক সিতার মিয়ার থেকে উঠান থেকে ১টি প্রাইভেটকার চুরি করে নিয়ে যায় অজ্ঞাত চোরেরা।
প্রাইভেটকার মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: আজমল হোসেন এর নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ জনাব মো: ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব , এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।
আজ রবিবার (১০ আগস্ট) মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার কুলাউড়া পৌরসভাস্থ সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে আব্দুল মো: হেলাল মিয়া(৩৫) কে আটক করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো: ওমর ফারুক জানান, 'এই ঘটনায় বাদীর অভিযোগের প্রেক্ষিতে একটি মামলা রুজু করা হয়েছে। আমরা একজনকে আটক করেছি, চোরচক্রের অন্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।'
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.