প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৭, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২৫, ৩:৫৮ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে চুরির ঘটনার ৬ ঘন্টার মধ্যে মালামাল উদ্ধারসহ গ্রেফতার -১

তিমির বনিক:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চুরি হওয়া স্বর্ণালংকার,মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় রাসেল আহমেদ মোস্তফা নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৬ আগস্ট) দিবাগত রাত অনুমান ২ ঘটিকার সময় শ্রীমঙ্গলের পূর্ব রূপসপুর এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে রাসেল আহম্মদ মোস্তফাকে (৩৭) গ্রেপ্তার করা হয়।
অভিযানে তার কাছ থেকে নগদ ১,১৩,০০০ টাকা, ৩টি মোবাইল ফোন, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের আংটি, ২টি স্বর্ণের নাকফুল,২টি রূপার চেইনসহ মোট প্রায় ১,৩৯,৪৬৫ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ই আগস্ট) সন্ধ্যার পর পূর্ব রূপসপুরে বসবাসরত জনৈক মোঃ জসিম মোল্লার বাসা থেকে অজ্ঞাত ব্যক্তিরা স্বর্নালংকার, মোবাইল ও টাকাসহ মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি শ্রীমঙ্গল থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পর পরই শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলামসহ একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। ওসি দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ এমদাদুল হকের নেতৃত্বে এসআই মহিবুর রহমানসহ অভিযান পরিচালনা করে মালামাল উদ্ধার ও চুরির ঘটনায় জড়িত রাসেলকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত রাসেল আহম্মদ মোস্তফা উপজেলার পূর্ব রূপসপুর এলাকায় খালেক হাজারির বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.