প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩১, ২০২৫, ১:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩০, ২০২৫, ৫:৩৮ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে জুয়া খেলার সরঞ্জামসহ আটক-১৮

তিমির বনিক:
মৌলভীবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসর থেকে দেড় লক্ষ টাকা ও বিভিন্ন জুয়া খেলার সরঞ্জামসহ ১৮ জনকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯শে আগস্ট) গভীর রাতে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সাতহাল গ্রামে আনোয়ার আলী মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। এসময় ঘটনাস্থল থেকে নগদ ১,৫১,৫৩০ টাকা, একটি জুয়ার বোর্ড, একটি ব্যানার, ২১টি লেমিনেটেড কার্ড, পাঁচটি ছোট তীর ও পাঁচটি কাঠের টুকরা জব্দ করা হয়।
আটককৃতদের মধ্যে রয়েছেন—মোঃ জাকির আলী চৌধুরী, লিটন মিয়া ওরফে কাউয়া লিটন, মোঃ জায়েদ খান, মোঃ আতাব মিয়া, মোঃ কাজল মিয়া, মোঃ মুশাহিদ মিয়া, সুধীর পাল, খোকন মিয়া, মোঃ কামরুল হোসেন ইকবাল, মোঃ সাইদুল হক, কালা মিয়া,লিটন মিয়া, মোঃ আঃ আউয়াল ওরফে সুরুজ, মোঃ নিম্বর আলী, মোঃ মাহতাব মিয়া, মোঃ মাসুদ মিয়া, মোঃ কামাল মিয়া ও লিটন আহম্মেদ।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, আটককৃতদের মধ্যে ১৩ জন মৌলভীবাজারের এবং পাঁচজন হবিগঞ্জের বাসিন্দা। এ ঘটনায় মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হলেও কয়েকজন পালিয়ে যায়। জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং শুক্রবার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.