প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২৫, ৯:১০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৫, ৬:৫৪ অপরাহ্ণ
বাঘায় দু’টি বিদেশী পিস্তল ম্যাগজিন-গুলি সহ যুবক আটক

রাজশাহীর বাঘায় দু’টি বিদেশী পিস্তল , চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি-সহ এক যুবককে আটক করেছে পুলিশ। আটককৃত যুবকের নামে নয়ন হোসেন। তার বাড়ী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার বাংলাবাজার গ্রামে।
সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় উপজেলার চকছাতারী এলাকার পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়।
বাঘা থানা পুলিশের একজন মুখপাত্র জানান, সোমবার সকাল ১১ টায় রাজশাহী-ঈশ্বরদী মহাসড়কের চকছাতারী এলাকায় বিভিন্ন গাড়ী তল্লাশীর জন্য পুলিশের চেকপোষ্ট বসানো হয়। ঘটনার এক পর্যায় সকাল সাড়ে ১১ টার সময় একটি ব্যাগ-সহ ভ্যান যোগে ঐ রাস্তা দিয়ে পাশ্ববর্তী চারঘাট যাচ্ছিল নয়ন হোসেন(১৬) নামে এক যুবক। এ সময় পুলিশ সন্দেহ বসত: তার ব্যাগ তল্লালী করলে ফ্রিজে জমানো মাছের ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানা অবস্থায় দুটি বিদেশী পিস্তাল, চারটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তখন ঐ যুবক দৌড়দিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে হাতে-নাতে আটক করে থানায় নিয়ে আসেন।
স্থানীয় লোকজন জানান, সোমবার সকাল ১১ টার দিকে বাঘা থানা পুলিশ উপজেলার চকছাতারী এলাকার জনৈক মামুনের বাড়ির সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেলের কাগজ পত্র-সহ বিভিন্ন পরিবহন তল্লাশী করছিল। তখন ভ্যানযোগে চলমান এক যুবকের ব্যাগ তল্লাশী করতে গেলে বেরিয়ে আসে দুটি অবৈধ পিস্তল-সহ অন্যান্য সামগ্রী। যা আমরা স্বপ্নেও কল্পনা করিনি। লোকজন এ ঘটনায় পুলিশকে ধন্যবাদ জ্ঞাপন করেন। একই সাথে বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।
বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) আ.ফ. ম. আসাদুজ্জামান জানান, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে। আমরা ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল মঙ্গলবার সকালে আদালতে প্রেরণ করবো।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.