প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২৫, ১০:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৬, ২০২৫, ৫:৩৬ অপরাহ্ণ
ডিবি পুলিশের অভিযানে ইয়াবা নগদ অর্থসহ গ্রেপ্তার-২

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) বিশেষ অভিযানে ৩১৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪১ হাজার ৫শত টাকাসহ সত্য দেবনাথ (৪৩) ও মনসুর আলী (৩৬) নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (৬ই সেপ্টেম্বর) দুপুরে কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়কুট কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।
ঘটনাস্থলে তল্লাশি করে আটককৃত সত্য দেবনাথের পরনের প্যান্টের পকেটের ভেতর থেকে দুটি প্লাস্টিকের প্যাকেটে ২২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মনসুর আলীর লুঙ্গির কোছা থেকে ৯৫ পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ মোট ৩১৫ পিস ইয়াবা জব্দ করা হয়।
এছাড়া আটককৃত সত্য দেবনাথের হেফাজত থাকা নগদ ৪১ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়েছে।
মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, আটককৃত দুইজনের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এদের মধ্যে সত্য দেবনাথের বিরুদ্ধে মাদক আইনে আরও মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।'
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.