প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১০:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৫, ৭:২৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ভারতীয় ফুচকাসহ গ্রেপ্তার -১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশ মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফুচকা সহ রাজন মিয়াকে গ্রেপ্তার করেছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। অভিযানটি পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) মোঃ সাইদুর রহমান খাঁন ও তার সঙ্গীয় ফোর্সসহ একটি দল।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে শ্রীমঙ্গল পৌর এলাকার সোনার বাংলা রোডস্থ নতুন বাজার নিউ আপন জুয়েলার্স ওয়ার্কস দোকানের সামনে একটি সিএনজি অটোরিক্সা তল্লাশি করা হয়। সেখান থেকে গ্রেপ্তারকৃত রাজন মিয়ার হেফাজত থেকে মোট ১২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়। এর মধ্যে ১১টি সাদা রংয়ের এবং ১টি লাল রঙের।
উদ্ধারকৃত ফুচকার মোট ওজন ৫১৬ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১ লাখ তিন হাজার দুইশত টাকা। এছাড়া জব্দ করা হয় বহনকারী সিএনজি অটোরিক্সা যার রেজিস্ট্রেশন নম্বর মৌলভীবাজার-থ-১২-৪৮১৬।
পুলিশ জানিয়েছে, রাজন মিয়া চোরাচালানের মাধ্যমে ভারত থেকে ফুচকা বাংলাদেশে অবৈধভাবে আমদানি করছিল।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।”
এ ধরনের অভিযানের ফলে ভারতীয় অবৈধ পণ্য আমদানি রোধে পুলিশের কার্যক্রম আরো শক্তিশালী হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও নাগরিকরা জানান, নিয়মিত এ ধরনের অভিযান দেশের বাজারে বৈধ পণ্যের প্রবাহ নিশ্চিত করছে এবং চোরাচালান রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
শ্রীমঙ্গলের এই অভিযানে পুলিশের তৎপরতা ও সময়োপযোগী গোয়েন্দা তথ্যের কারণে অবৈধ ফুচকার বড় চালান ধ্বংস হওয়ায় স্থানীয় বাজারে স্বস্তি ফিরেছে। এমন অভিযান নিয়মিত হলে আরও অনেক ভালো।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.