প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১১, ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ
সিলেট বাসীর মন জয় করে পুলিশ কমিশনার একজনের বিদায় ও একজনের দায়িত্ব গ্রহণ

বিদায়ী পুলিশ কমিশনার মো. রেজাউল করিম পিপিএম পদোন্নতি পেয়ে বদলি হয়েছেন রাজধানীতে। আপনার জন্য দোয়া ও শুভ কামনা রইলো। অল্প দিনে আপনি যতটুকু দিয়েছেন তার জন্য সিলেটবাসী আপনাকে মনে রাখবে অনেকদিন। আপনার আড়ম্বর বিদায় অনুষ্ঠানে বুঝিয়ে দিয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষ তথা সহকর্মীরা।
এদিকে আপনার বিদায়ের মধ্যদিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) আনুষ্ঠানিক ভাবে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। পূণ্যভূমিতে স্বাগতম আপনাকে। আশা করবো বিদায়ী কমিশনারের মত আপনার কাজ দিয়ে সিলেটবাসীর মন জয় করবেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছেন খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা।সোমবার (২৫ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো.মাহাবুর রহমান শেখের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে বদলী করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনারের দায়িত্ব দেয়া হয়।
আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-সেবা ইতোপূর্বে খুলনা পিটিসি'র কমান্ড্যান্ট (ডিআইজি) হিসেবে কর্মরত ছিলেন।অন্যদিকে, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার ডিআইজি মো. রেজাউল করিম, পিপিএম-সেবাকে ঢাকার এন্টি টেররিজম ইউনিটের অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ এ প্রজ্ঞাপনে সই করেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.