প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৩, ২০২৫, ৭:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৯:০২ অপরাহ্ণ
সিলেটে পুলিশি ডিজিটাল সেবাকে আরো এগিয়ে নিতে এসএমপিতে উদ্বোধন হলো GenieA অ্যাপ

ডিজিটাল কর্মকাণ্ডের যুগে প্রবেশ করতে যাচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এ লক্ষ্যে বুধবার (১ অক্টোবর) দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম- সেবা) GenieA App-এর উদ্বোধন করেন।
এসএমপি কার্যালয়ে এ বিষয়ে সাংবাদিকদের সামনে বিস্তারিত তুলে ধরেন তিনি।
পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, সিলেটসহ দেশের পুলিশ বাহিনী একদিন লন্ডন পুলিশের মতো হবে উল্লেখ করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নতুন কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী (পিপিএম-সেবা) বলেছেন, আমি সবসময় এই স্বপ্ন দেখি। নতুন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশি সেবা নিশ্চিত করা হবে। তার অন্যতম উদাহরণ হচ্ছে সিলেটে চালু হওয়া GenieA অ্যাপ।
পুলিশ কমিশনার জানান, ১৬ অক্টোবর থেকে মোগলাবাজার থানায় অ্যাপটির কার্যক্রম শুরু হবে এবং একমাসের মধ্যে পুরো সিলেট শহরের সকল থানায় এটি চালু করা হবে। অ্যাপটি ব্যবহারকারীদের জন্য সহজে পুলিশের সাথে যোগাযোগের সুযোগ তৈরি করবে, বিশেষ করে এসওএস বাটন ব্যবহার করে যেকোনো বিপদে পুলিশের সহায়তা পাওয়া যাবে। একটি ক্লিকেই সংশ্লিষ্ট থানায় নোটিফিকেশন যাবে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছাবে।
কমিশনার আরো জানালেন, GenieA অ্যাপটি প্লে স্টোর ও আই স্টোরে পাওয়া যাবে এবং এটি সিলেটের সকল নাগরিকের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা টুল হয়ে উঠবে। অ্যাপটির মাধ্যমে জিডি, মামলা, তথ্য প্রদান, আইনি পরামর্শ সহ বিভিন্ন জরুরি সেবা পাওয়া যাবে। এছাড়া ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স সার্ভিস এবং যানজট সম্পর্কিত তথ্য সরবরাহ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.