মো: লাতিফুর রহমান,পীরগঞ্জ(ঠাকুরগাঁও)প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মাদক বিরোধী সমাবেশ করায় আয়োজকদের উপর হামলা চালিয়েছে মাদক ব্যবসায়ীরা। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। আহতদের মধ্যে হৃদয়, সাব্বির ও সাগর নামে ৩ যুবককে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩রা অক্টোবর) রাতে পৌর শহরের রেল স্টেশন এলাকায় এ ঘটনা।
ভুক্তভোগীরা জানায়, পৌর শহরের পীরগঞ্জ রেল স্টেশনের আশপাশের এলাকায় ব্যাপক ভাবে মাদকের বিস্তার লাভ করেছে। কয়েকজন মাদক ব্যবসায়ী দিনে রাতে প্রকাশ্যে মাদক বিক্রি করছেন। এতে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। মাদকের বিস্তার রোধে স্টেশনপাড়ার কিছু যুবক জন সচেতনতা বাড়াতে এবং মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া দাবীতে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রেল স্টেশনের পূর্ব পাশে^ মাদক বিরোধী সমাবেশের আয়োজন করেন। পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাংবাদিক মোকাদ্দেস হায়াত মিলন, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রফুল্ল শীল সহ অন্যান্যরা সমাবেশে বক্তব্য দেন।
সমাবেশ শেষে অতিথিরা সহ অন্যান্যরা চলে গেলে আয়োজকদের উপর হামলা চালায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীরা। এতে বেশ কয়েক জন আহত হয়।
হামলার শিকার সাগর হোসেন জানান, কিছুদিন আগে তারা রেল স্টেশনের পশ্চিমে আরো একটি মাদক বিরোধী সমাবেশ করেন। সমাবেশের পর তখনও তাদের উপর হামলা হয়েছিল। এ বিষয়ে তখন থানা প্রশাসন তেমন কোন ব্যবস্থা নেয়নি। সেই ঘটনার ধারাবাহিকতা এবারো তাদের উপর হামলা করা হয়েছে। প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় মাদক ব্যবসায়ীরা বেপরোয়া হয়ে উঠেছে।
হৃদয় জানান, তাদের উপর হামলার ঘটনায় মাদক ব্যবসায়ী ও তাদের সহযোগীদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এখনো হামলাকারী কোন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে শনিবার (৪ ঠা অক্টোবর) বিকালে পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, হামলার ঘটনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। সেখানে গিয়ে মাদক ব্যবসায়ীদের পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় মামলা করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.