ফাহাদ, লোহাগাড়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিস্টি তৈরী করার দায়ে "ক্লাসিকাল সুইটস" নামে এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রতিষ্ঠানের মালিককে ১লাখ টাকা জরিমানা ও ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মোঃ সাইফুল ইসলাম।
অভিযানকালে উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলী, লোহাগাড়া থানার এসআই মাঈনুদ্দিন,এএসআই আবদুল আলী, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের অফিস সহকারি বিধান বাবুসহ থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার(ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, উপজেলার সদরে ২নং ওয়ার্ডস্থ মোহাম্মদ আলী মুন্সীর পাড়া এলাকায় "ক্লাসিকাল সুইটস" নামীয় প্রতিষ্ঠানকে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে জনসাধারণের স্বাস্থ্যহানিবর করে বাজারজাত করছিল। অস্বাস্থ্যকর পরিবেশে মিস্টি তৈরী ও বিক্রির দায়ে প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরীকে ভোক্তা অধিকার আইন, ২০০৯ এর ৫২ ও ৫৩ ধারামতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয় এবং অনাদায়ে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই সাথে আনুমানিক ১০ মন (সাদা, কালো মিষ্টি, দই, রসমালাই, নিমকি) ধ্বংস করে দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতে এ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.