প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৮, ২০২৫, ২:৪১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ
লোহাগাড়ায় যৌথ অভিযানে ২টি একনলা বন্দুকসহ আটক-১

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুটি একনলা বন্দুকসহ ইসমাইল হোসেন(৩২) নামে এক যুবককে আটক করা হয়।
বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল শহীদ মেম্বারের ফার্ম এলাকা থেকে লোহাগাড়া আর্মি ক্যাম্পের কমান্ডারের নেতৃত্বে সেনা ও থানা পুলিশের সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ সহ তাকে আটক করা হয়।
আটককৃত ইসমাইল হোসেন বান্দরবান জেলার বান্দরবান সদর থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মোঃ ফিরোজের ছেলে। এসময় তার কাছ থেকে ০২ টি একনালা দেশীয় বন্ধুক,০৮টি তাজা কার্তুজ (ফায়ারকৃত ০৩টি), ০১টি অস্ত্র পরিষ্কারক, ২০০ গ্রাম গাঁজা,০১ টি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমান জানান, আটককৃত ব্যাক্তিকে আইনী প্রক্রিয়া শেষ করে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.