প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ২৮, ২০২৫, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ৪:৪৫ অপরাহ্ণ
লোহাগাড়ায় মন্দিরের চোরাইকৃত স্বর্ণসহ আটক -১

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়নের লোকনাথ আশ্রম হতে চোরাইকৃত স্বর্ণ উদ্ধারসহ পিন্টু ধর প্রকাশ পোড়াইয়া(২৭)কে আটক করেছে থানা পুলিশ।
শনিবার(২৫ অক্টোবর) সকাল ১১টায় সিএমপির চান্দগাঁও থানাধীন সিএন্ডবি এলাকায় অভিযান চালিয়ে উক্ত চোরাই স্বর্ণ গলানো অবস্থায় উদ্ধার করা হয়।
আটককৃত পিন্টু ধর প্রকাশ পোড়াইয়া(২৭) কক্সবাজার জেলার রামু থানার ঘোনার পাড় এলাকার কালু কুমার ধর এর পুত্র।
থানা সুত্রে জানা যায়, বিগত ১৫ অক্টোবর সকাল সাড়ে ১১ টার সময় লোহাগাড়া থানাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০১নং ওয়ার্ডের শ্রী শ্রী লোকনাথ আশ্রমের বিগ্রহ হইতে বিগ্রহের মাথায় থাকা ০৬ আনা ওজনের ০১টি তাজ, গলায় থাকা ০৮ আনা ওজনের ১টি সোনার চেইন, ০৩ আনা ওজনের ২টি লকেট সহ সর্বো মোট ২ভরি ওজনের স্বর্ন অজ্ঞাতনামা চোরেরা চুরি করে নিয়ে যায়। পরবর্তীতে উক্ত বিষয়ে লোহাগড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার জাহেদ হোসেন জানান, বিভিন্ন তথ্য প্রযুক্তি ব্যবহার করে বিগত ১৮ অক্টোবর চুরির ঘটনায় জড়িত আসামিকে আটক করে রিমান্ডে ব্যাপক জিজ্ঞেসাবাদে সে স্বীকার করে লোকনাথ আশ্রামের চুরি ঘটনার সাথে জড়িত। তার দেয়া তথ্য মতেই চোরাই স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, চুরির ঘটনায় তথ্য প্রযুক্তির সাহায্যে চোর সনাক্ত হয়, তাঁকে আটক করে তার দেয়া তথ্য মতে অভিযান চালিয়ে চোরাই স্বর্ণগুলো উদ্ধার করা হয়, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.