প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৬:৩৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, গ্রেফতার -১

তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে থানা পুলিশের তৎপর অভিযানে অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি বিশেষ দল কমলগঞ্জ উপজেলার বনগাঁও এলাকা থেকে অপহৃত ছাত্রীকে উদ্ধার ও অভিযুক্ত শাকির মিয়াকে (২৬) গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর বিকেল আনুমানিক ৪টার দিকে খেজুরিছড়া র্যানার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাড়ি ফেরার পথে ফুসকুড়ি বিমান ঘাঁটির সামনে পৌঁছালে স্থানীয় শাকির মিয়া প্রলোভন দেখিয়ে তাকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ সুপার মৌলভীবাজারের সার্বিক নির্দেশনায় শ্রীমঙ্গল থানার একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তের অবস্থান শনাক্ত করে। পরে এসআই (নিরস্ত্র) শ্যামল কুমার নন্দীর নেতৃত্বে পরিচালিত অভিযানে অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
ভিকটিমের পিতা পুরুষতম তাঁতী বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন (মামলা নং–২, তারিখ–০১ নভেম্বর ২০২৫, ধারা–৭/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০)।
গ্রেফতারকৃত আসামিকে পরদিন আদালতে সোপর্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি জানান, “অপহরণের ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সজাগ রয়েছে।”
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.