ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়ায় ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি ও প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার আমিরাবাদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের নির্দেশনা ও সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম সিদ্দিকীর তত্ত্বাবধানে, লোহাগাড়া থানার ওসি মো. আরিফুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে প্রথমে মো. আলমগীর নামে একজনকে ভূয়া ক্লিয়ারেন্সসহ আটক করা হয়। তিনি জানান, আল আকসা ট্রাভেলসের মালিক শাহ আলমের কাছ থেকে ২৮ হাজার টাকায় ওই ক্লিয়ারেন্স সংগ্রহ করেছিলেন। পরে শাহ আলমকেও গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, থানার সামনের একটি কম্পিউটার দোকানের মালিক মো. নাজাত দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরি করে আসছিল বলে পুলিশের কাছে স্বীকার করেছে। তার কাছ থেকে মোবাইল ফোন ও দুটি সিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় নাজাতের সহযোগী মো. জাহেদ, মো. রিদুয়ান ও রাজা মিয়া পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরিফুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করা পর আদালতে সোপর্দ করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.