প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১০, ২০২৫, ১:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৯, ২০২৫, ১১:২১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গলে পুলিশের ছদ্মবেশী অভিযানে পলাতক স্বপন গ্রেপ্তার

তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ওয়ারেন্টভুক্ত পলাতক মাদক কারবারি স্বপন মিয়া (৩৪) অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্বপন দীর্ঘদিন ধরে মাদক কারবার ও সীমান্তঘেঁষা চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে নিয়মিত গা-ঢাকা দেওয়ায় তাকে ধরতে একাধিকবার ব্যর্থ হয় আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় একাধিক সোর্সের কারণে অভিযানের আগাম তথ্য পাওয়া ছিল তার জন্য সুবিধাজনক।
এ অবস্থায় শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় সহকারী উপপরিদর্শক (এএসআই) শরাফত আলী ভিন্ন কৌশল গ্রহণ করেন। তিনি বোরকা পরে নারীর ছদ্মবেশ নেন এবং সঙ্গে থাকা কনস্টেবল মো. রোকন উদ্দিন স্বামী সেজে মোটরসাইকেলে স্বপনের বাড়ির ভেতরে প্রবেশ করেন। ঘরে ঢোকার পর স্বপনকে শুয়ে থাকতে দেখা যায় এবং পুলিশ তাৎক্ষণিকভাবে তাকে আটক করে।
এএসআই শরাফত আলী বলেন, “স্বপন অত্যন্ত সতর্ক ছিল। সামান্য সন্দেহ পেলেই পালিয়ে যেত। এজন্য ভিন্ন পদ্ধতি গ্রহণ করতে হয়েছে। অবশেষে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।”
ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “ওয়ারেন্টভুক্ত কোনো আসামি আইনের বাইরে থাকতে পারবে না। প্রয়োজন অনুযায়ী কৌশল বদলে পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করবে। স্বপনকে রোববার আদালতে প্রেরণ করা হবে।”
শ্রীমঙ্গলে মাদকবিরোধী অভিযানে এ ধরনের ছদ্মবেশী অভিযান আইনশৃঙ্খলা বাহিনীর কৌশলগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.