অনলাইন ডেস্ক:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ক্যাম্পের ব্যারাকে নিজ রাইফেলের গুলিতে নাসিম উদ্দিন নামে এক বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। তিনি সিপাহী পদে কর্মরত। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত গভীররাতে এ ঘটনাটি ঘটে বলে বিজিবি সূত্রে জানা গেছে। এ ঘটনায় শুক্রবার (২ জানুয়ারি) ফুলবাড়ী থানায় একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।
নিহত নাসিম উদ্দিন ঝিনাইদহ জেলার সদর উপজেলার খাজুরা গ্রামের বাবুল মন্ডলের ছেলে নাসিম। বিজিবির ১৫ লালমনিরহাট ব্যাটালিয়নের আওতায় কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার গংগারহাট বিওপি ক্যাম্পে কর্মরত ছিলেন।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, রাত দেড়টার দিকে সীমান্তে টহলে যাওয়ার উদ্দেশ্যে ইউনিফর্ম পরে অস্ত্র বুঝে নিয়ে ব্যারাকের পূর্বপাশে ক্যাম্পের বাউন্ডারির ভেতর গিয়ে প্রস্তুতি নিচ্ছিলেন নাসিম উদ্দিন। এর এক পর্যায়ে হঠাৎ করে নিজের বন্দুক তুলে নিজের বুকে নিজেই গুলি করেন তিনি। এদিকে, গুলির শব্দ শুনে সহকর্মীরা দৌড়ে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। পরে তাকে দ্রুত ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে শুক্রবার সকালে ফুলবাড়ী থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই ক্যাম্পের সুবেদার মো. জাহাঙ্গীর আলম থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে কথা বলতে সুবেদার জাহাঙ্গীর আলমের মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ হয়নি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান নাঈম জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা কিনা ময়নাতদন্তের রিপোর্ট পেলে নিশ্চিত হওয়া যাবে।
তথ্য সুএঃ Channel 24
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2026 RED TIMES. All rights reserved.