প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৩, ২০২৫, ৭:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৫, ৮:০৩ অপরাহ্ণ
বর্জ্য ব্যবস্থাপনায় চরম অব্যবস্থা সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড

উৎফল বড়ুয়া, সিলেট:
দু’টি পাতা একটি কুঁড়ির পুণ্যভূমি সিলেট—সম্প্রীতির, সংস্কৃতির ও সৌন্দর্যের শহর। কিন্তু এই পুণ্যভূমির এক গুরুত্বপূর্ণ অংশ, সিলেট সিটি কর্পোরেশনের ১২ নম্বর ওয়ার্ড (শেখঘাট এলাকা) এখন যেন ময়লা-আবর্জনার নগরীতে পরিণত হয়েছে। রাস্তার পাশে ডাস্টবিন থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ, আর সেই দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও পথচারীরা।
গত ৫ আগস্ট থেকে ওয়ার্ডটি কার্যত অভিভাবকশূন্য অবস্থায় রয়েছে। জনপ্রতিনিধি না থাকায় সঠিক তদারকি হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অন্যদিকে, বর্তমান সাহসী ও নিষ্ঠাবান জেলা প্রশাসক সিলেটকে একটি পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে দিন-রাত কাজ করে যাচ্ছেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে নাগরিকদের যত্রতত্র ময়লা না ফেলার অনুরোধ জানানো হলেও শেখঘাট এলাকায় পরিস্থিতি উল্টো চিত্র ধারণ করেছে।
জানা গেছে, ৬ নভেম্বর থেকে সিটি কর্পোরেশন শহরের বিভিন্ন আবাসিক এলাকা থেকে ডাস্টবিন সরানোর উদ্যোগ নিলেও শেখঘাট ইত্যাদি পয়েন্টে ত্রিমুখী মোড়ের একটি বড় ডাস্টবিন এখনো সরানো হয়নি। এর ফলে পুরো ওয়ার্ডের ময়লা-আবর্জনা সেই স্থানেই ফেলা হচ্ছে। প্রতিদিন ময়লার স্তুপ থেকে ছড়াচ্ছে অসহ্য দুর্গন্ধ।
স্থানীয়দের অভিযোগ, ময়লার দুর্গন্ধে আশপাশে বসবাসকারীরা দুঃসহ জীবনযাপন করছেন। বিশেষ করে স্কুলগামী শিক্ষার্থী, বৃদ্ধ ও গর্ভবতী নারীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন। এলাকাবাসী বলেন, এই ডাস্টবিনের পাশে দিয়ে হাঁটা যায় না। নাক চেপে যেতে হয়। ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে।
পরিবেশ বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, উন্মুক্তভাবে ময়লা ফেলে রাখলে তা শুধু দুর্গন্ধই নয়, জীবাণু ও সংক্রমণ ছড়িয়ে পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে। অবিলম্বে শেখঘাট এলাকার ডাস্টবিনটি সরিয়ে আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিকরা। তারা আশা করছেন, জেলা প্রশাসক ও সিটি কর্পোরেশন একযোগে উদ্যোগ নিলে ১২ নম্বর ওয়ার্ড আবারও হয়ে উঠবে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য সিলেটের অংশ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.