প্রিন্ট এর তারিখঃ মে ১৭, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৬, ২০২৫, ২:০৫ অপরাহ্ণ
লন্ডনে আনুষ্ঠানিকভাবে লেক ভিউ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন

লন্ডন থেকে,
বৃটেনের লন্ডনে আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে লেক ভিউ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে।
বুধবার (১৪ মে) স্থানীয় সময় রাত ৯ টায় লন্ডনের পিঙ্ক লেমিনেট এ লেক ভিউ ক্রিকেট ক্লাবের জার্সি উন্মোচন অনুষ্ঠানে ক্লাবের কর্ণধার জুলফিকার সাঈদ জুনেল তাঁর স্বাগত বক্তব্যে ক্লাবের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এবং নতুন জার্সির তাৎপর্য ব্যাখ্যা করে তিনি বলেন, এই জার্সি আমাদের দলের ঐক্য ও সংকল্পের প্রতীক। আমরা আশা করি, এই জার্সি গায়ে খেলোয়াড়রা মাঠে আরও ভালো পারফর্ম করবে এবং ক্লাবের জন্য সম্মান বয়ে আনবে।
তরুণ উদীয়মান ক্রিকেটার তানভীর আহমেদ এর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন সিপিএম ইউকে সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ করিম ছায়েম, প্রধান পৃষ্ঠপোষক ব্ল্যাক রক ইনবেস্টমেন্ট এর কর্ণধার আমরু গোলাম, আলি আল সাদি, লাউজাওয়াব এর কর্ণধার ইরফান হোসেন প্রমুখ।
অতিথিরা লেক ভিউ ক্রিকেট ক্লাবের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন এবং খেলোয়াড়দের শুভকামনা জানিয়ে আশা প্রকাশ করে তাদের বক্তব্যে বলেন, এই জার্সি উন্মোচন অনুষ্ঠান ক্লাবের মনোবল বৃদ্ধিতে এবং নতুন উদ্দীপনা সৃষ্টিতে সহায়ক হবে।
ক্লাবের কর্মকর্তাগন, পৃষ্ঠপোষকবৃন্দ, সকল খেলোয়াড়বৃন্দ এবং ক্রিকেটপ্রেমী দর্শক ও শুভানুধ্যায়ীদের উপস্থিতি ও আন্তরিক প্রচেষ্টায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে উঠে। জার্সি উন্মোচনের পর খেলোয়াড়রা নতুন জার্সি পরিধান করে ফটোসেশনে অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠানে আগত অতিথিদের সুস্বাদু খাবার আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.